আজকাল ওয়েবডেস্ক: খুব বেশিদিন আগের কথা নয়। গত বছরের মার্চ মাস নাগাদ রোহিত-কন্যা সামাইরাকে ধীরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলের বার্ষিক অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা গিয়েছিল। মেয়ের পারফরম্যান্স দেখতে উপস্থিত হয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ও তাঁর স্ত্রী রীতিকা। 

রোহিতের মেয়ে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী। ২০০৩ সালে নীতা আম্বানির হাত ধরেই তৈরি হয়েছিল এই স্কুল। বিশ্বমানের শিক্ষা প্রদান করা হয় এই স্কুলে। সম্ভ্রান্ত ঘরের ছেলেমেয়েরাই এই স্কুলে পড়ে। 

কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাসের ফি আকাশছোঁয়া বললেও অত্যুক্তি করা হবে না। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, 
২০২৩-২৪ শিক্ষাবর্ষে কিন্ডারগার্টেন ক্লাসের ফি ছিল প্রায় ১,৪০০, ০০০ টাকা। দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ফি প্রায় ২,০০০,০০০ টাকা। অর্থাৎ রোহিতকে মেয়ের স্কুলের বেতন বাবদ দিতে হয় হয় প্রায় ১৪ থেকে ২০ লাখ টাকার মধ্যে। 

রোহিতের মেয়ে ছাড়াও অভিষেক-ঐশ্বর্যার কন্যা আরাধ্যা, শাহরুখ-গৌরীর ছেলে আব্রাম, সইফ-করিনার দুই ছেলে তৈমুর ও জেহ এই স্কুলের ছাত্র-ছাত্রী।